রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে প্রাণ হারালো ৫ জন
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মারা গেছে ৫ জন। ঘটনাস্থলে তিনজন নিহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়।
নিহত পাঁচ জনের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-ক্যাম্প ১৩ এর বি/১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪), ক্যাম্প ১০ এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নজিমুল্লাহ, ক্যাম্প ৮/ওয়েস্ট ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪) এবং এ/২১ এর মোহাম্মদ হামিম (১৭)।
শুক্রবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প ৮/ওয়েস্টে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোর থেকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। এসময় গুলিতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।
পুলিশ ও রোহিঙ্গা নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে রোহিঙ্গা আশ্রয়শিবিরে একাধিক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা মাঝি, ১১ জন আরসা সদস্য, ১ জন স্বেচ্ছাসেবক ও অন্যরা সাধারণ রোহিঙ্গা।
মন্তব্য নেওয়া বন্ধ।