রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলিতে প্রাণ গেলো নৈশপ্রহরীর

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগোলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নৈশপ্রহরী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাত সোয়া একটার দিকে উখিয়া কুতুপালং ৮ নম্বর ক্যাম্প আশ্রয়শিবিরের ডি ব্লকে সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও মধ্যে গোলাগুলির সময় গুলি লেগে নিহত হন তিনি। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত রোহিঙ্গা বৃদ্ধ কুতুপালং ৮নম্বর ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে । এসময় নৈশপ্রহরী দায়িত্ব থাকা সৈয়দ আলমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল আনলে কর্মরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি ।

মন্তব্য নেওয়া বন্ধ।