লংগদুতে আওয়ামী লীগের বর্ধিত সভার লক্ষে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বর্ধিত সভা আয়োজনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে লংগদু উপজেলা সদরে রেস্টহাউজ সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, সহ-সভাপতি আব্দুল আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ চন্দ্র দাশ ও সাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু প্রমুখ।

সভায় সকলের সম্মতিক্রমে বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়। যথাক্রমে ৭ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় মাইনীমুখ ইউনিয়ন, ৮ জুলাই (শনিবার) বিকেল ৩টায় লংগদু ইউনিয়ন, ৯ জুলাই (রবিবার) সকাল ৯টায় ভাসান্যাদম ইউনিয়ন, বিকেল ৩টায় বগাচতর ইউনিয়ন, ১০ জুলাই (সোমবার) সকাল ৯টায় গুলশাখালী ইউনিয়ন, বিকেল ৩টায় কালাপাকুজ্জ্যা ইউনিয়ন, ১১ জুলাই (মঙ্গলবার) বিকাল ৩টায় আটারকছড়া ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে হবে। এ লক্ষেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করা হবে। প্রাকৃতিক দূর্যোগ ছাড়া নির্ধারিত তারিখেই বর্ধিত সভা করা হবে। তার জন্য সকল নেতা-কর্মীকে প্রস্তুতি নিতে হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।