আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটির লংগদুতে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলী, মীর সিরাজুল ইসলাম চৌধুরী, হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মহিলা সম্পাদিকা আনোয়ারা বেগম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপিকে পুনরায় নৌকা প্রতীকে জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দৃঢ় সংকল্প নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।