লংগদুতে আনসার ব্যাটালিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙামাটির লংগদুতে ৩৮ আনসার ব্যাটালিয়ন কর্তৃক “প্রধানমন্ত্রীর নির্দেশনা ফাঁকা রবেনা কোন আঙ্গিনা ”এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এর নির্দেশনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক চট্টগ্রাম রেঞ্জ মো. সাইফুল্লাহ্ রাসেল সার্বিক তত্বাবধানে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জুন) সকালে ৩৮ আনসার ব্যাটালিয়ন লংগদুর অধিনায়ক মীর বহর শাহাদাৎ হোসেনের পরিচালনায় বৃক্ষরোপন অভিযান-২০২৩ পরিচালিত হয়।
বৃক্ষরোপণ অভিযানে ব্যাটালিয়নের পতিত জমিতে বিভিন্ন ফলদ বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়েছে।

এ সময় ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান, বিভিন্ন পদবীর সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাটালিয়ন অধিনায়ক মীর বহর শাহাদাৎ হোসেন বলেন, বর্তমান সময়ে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এ বিপর্যয়ের কারণ পর্যাপ্ত গাছপালা না থাকা, বৈশ্বিক এই বিপর্যয় থেকে বাঁচার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ৩৮ আনসার ব্যাটালিয়ন লংগদু দপ্তর কর্তৃক এই বৃক্ষরোপণ অভিযান পালন করা হয়েছে। বৃক্ষরোপণ অভিযান চলমান তাপদাহ এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।