রাঙামাটির লংগদুতে ৪৮ পিস ইয়াবাসহ মো. আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ১০টায় উপজেলার গাথাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আলমগীর হোসেন রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের ৮ নম্বর গাথাছড়া গ্রামের মৃত মো. মিছির আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরীর দিকনির্দেশনায় ও লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিনের নেতৃত্বে এসআই আব্দুল জব্বার, এএসআই মো. ইকবাল হোসেন, জোমায়েত হোসেন জুয়েল ও মো. বাদশা বুলবুল সহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাথাছড়া এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থেকে মোড়ানো ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে লংগদু থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি বিশেষ দল তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আটকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।