পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শরীফ মিয়া নামে এক যুবক। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৯টায় নিজ বসত ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছেন শরীফ।
শরীফ উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই ৪ নম্বর ওয়ার্ড এলাকার মৃত দ্বীন ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শরীফ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তারাবি নামাজ শেষে দরজা বন্ধ পেয়ে তাকে ডাকতে গেলে কোন সারা না দেয়ায় পাশের কক্ষের টিনের ফাঁকা দিয়ে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বাহির থেকে অনেক চেষ্টা করে দরজা খুললে ততক্ষণে সে মারা যায়।
লংগদু থানা সূত্র জানায়, এসআই রাসেল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।
মন্তব্য নেওয়া বন্ধ।