“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন পুকুরে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য উৎসবের সাঁতার প্রতিযোগিতা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা এসআই এম ফেরদৌউস আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব-তরুণরা।
প্রধান অতিথি কফি উদ্দিন মাহমুদ তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং সমাজে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে। এভাবে তরুণরা আরও উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশে সমর্থ হবে।
বিশেষ অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা এসআই এম ফেরদৌউস আলম বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয় বরং মনস্তাত্ত্বিক দৃঢ়তা এবং একসাথে কাজ করার অভ্যাসও তৈরি হয়। এটি যুবসমাজকে আরও প্রেরণা যোগাবে।
এ ধরনের প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে, যাতে তরুণরা নিজেকে তুলে ধরতে পারে এবং সমাজে ভালো ভূমিকা রাখতে পারে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় উপজেলা ৬টি বিদ্যালয়ের ৬০ জন অংশগ্রহণকারী তাদের সাঁতারের দক্ষতা প্রদর্শন করে, এবং উৎসবের পরিবেশে নানা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়। যুবসমাজের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে স্থানীয় মানুষদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।
মন্তব্য নেওয়া বন্ধ।