রাঙামাটির লংগদু উপজেলায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য গুলশাখালী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফরম ফিলাপ করার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে গুলশাখালী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ১০ জন শিক্ষার্থীর মাঝে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য নগদ ২০ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় ইউপি সচিব দূর্জয় চাকমা, সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীরা সহ অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।