পানিতে ডুবে নিখোঁজের ৬ ঘন্টা পর মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে কাপ্তাই হ্রদ থেকে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় ঝড়ো হাওয়ার মধ্যে ইঞ্জিন চালিত বোটে বাড়ি ফেরার পথিমধ্যে অপর একটি বোট পিছন থেকে ধাক্কা দিলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।
স্থানীরা জানায়, মৃত আনোয়ার হোসেন ঐ এলাকার সৈয়দ আহমদের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন। পানিতে পড়ে ডুবে গেলে স্থানীয়দের সহযোগিতায় রাত ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজের পর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। মৃত আনোয়ারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি পাঠানো হয়েছে। তদন্তানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।