লংগদুতে পাবলিক সার্ভিস দিবস পালিত

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় এসে মিলিত হয়।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের জনগণের সেবা বুঝে নিতে পারেন। জনসেবার জন্য সরকারে কর্মচারীরা সবসময়ই প্রস্তুত। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ সত্যিই সোনার বাংলা গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, আমরা চাচ্ছি সমাজের দৌঁড়গোড়ায় ইউডিসি সেবা পৌঁছে দিতে। ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে সেবা দিচ্ছে। জনগণের সেবা নিতে জানতে হবে। ভূমি সেবায় অনলাইনে কর নিচ্ছে। মানুষ ঘরে বসে কর দিতে পারছে। আমরা গর্বিত এই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারছি।

সভায় উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, শিক্ষা অফিসার এম.কে ইমাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার শাহনেওয়াজ, সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাছ মিঞা খান ও সাধারণ সম্পাদক আরমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১২ সালে জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস ঘোষণা করা হয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশে ২৩ জুলাই পাবলিক সার্ভিস দিবস পালন করে আসছে।

মন্তব্য নেওয়া বন্ধ।