পার্বত্য জেলার রাঙামাটির লংগদু উপজেলায় পুষ্টি কার্যক্রম জোরদারে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান।
রাঙামাটি জেলা কো-অর্ডিনেটর ডায়না চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সেন, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরমান খান ও সাংবাদিক এবিএস মামুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মা, শিশু ও কিশোরীদের পুষ্টি সেবা জোরদারে, নিরাপদ ও বৈচিত্র্যপূর্ণ সহজলভ্য ও গ্রহণ বৃদ্ধি করতে হবে। শিশুদের প্রতি গুরুত্ব, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, পুষ্টি বিষয়ে বহুখাত ভিত্তিক সমন্বয় বৃদ্ধি করে জনসাধারণের মাঝে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে। এছাড়াও পার্বত্য এলাকায় পুষ্টি উন্নয়নে বাধা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন তারা।
সভায় একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, আটারকছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অজয় চাকমা মিত্র, বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।