লংগদুতে প্রতিবেশীর ছুরিকাঘাতে মা-ছেলে গুরুতর আহত

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদারের ছুরিকাঘাতে আহত হয়েছেন মা ও জহির নামের এক যুবক। ছেলেকে বাঁচাতে আসলে মাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।

সোমবার (১ এপ্রিল) রাতে লংগদু উপজেলার ২ নম্বর কালাপাকুজ্জ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদপুর এলাকার লিটনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জহিরের পাওনা ৩ হাজার ৩শ’ পঞ্চাশ টাকা শাহিনের নিকট চাইতে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এরপর একপর্যায়ে মারামারি সংঘঠিত হলে একই এলাকার শাহিন জহিরের পেটে ছুরিকাঘাত করে। এ সময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে মাকেও মাথায় ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে লংগদু সদর হাসপাতলে ভর্তি করানো হয়। জহিরের অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক।

এ ঘটনায় স্থানীয়রা অপরাধীকে আটকে রেখে পুলিশকে খবর দিলে লংগদু থানা পুলিশ অভিযুক্ত শাহিনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

মন্তব্য নেওয়া বন্ধ।