সারাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে রাঙামাটির লংগদু উপজেলার ৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন।
লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভার্চুয়ালী প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন স্থানের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট আইসিটি ভবন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট আইসিটি ভবন, কালাপাকুজ্জ্যা ইউয়িনে মাহিল্ল্যা-মাইনীমুখ গ্রোথ সেন্টার সড়কে ১০৫ মিটার দীর্ঘ সেতু, একই এলাকার মাহিল্ল্যা- মাইনীমুখ গ্রোথ সেন্টার সড়কে ১৪০ মিটার দীর্ঘ সেতু, হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.কে ইমাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।