লংগদুতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২

রাঙামাটির লংগদুতে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোটরসাইকেল চালক লোকমান (৩৫) ও যাত্রী শাহাদাত (৩২)। উভয়েই উপজেলার স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানায়, উপজেলার মাইনীমুখ বাজার থেকে একজন যাত্রী নিয়ে মোটরসাইকেলটি লংগদু সদরে যাচ্ছিলো। পাশ থেকে হঠাৎ ট্রলিটি রাস্তার উপর চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও যাত্রী গুরুতর আহত হয়।

সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে শাহাদাতকে লংগদু সদর হাসপাতাল ও মোটরসাইকেল চালক লোকমানকে আশংকাজনক অবস্থায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে লোকমানকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

লোকমানের বড় ভাই রমজান বলেন, আমার ছোট ভাই লোকমান পেশায় একজন মোটরসাইকেল চালক। সে প্রতিদিনের ন্যায় আজও ভাড়া নিয়ে লংগদু যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।

ইবনে সিনা হাসাপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক মো. মানসুরুর রহমান বলেন, একজন রোগীকে গুরুতর অবস্থায় আমাদের এখানে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পঠানো হয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।