লংগদুতে সেনাবাহিনীর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক পাহাড়ের দুর্গম পৃথক দু’টি এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলার লংগদু জোন সদর দপ্তরে ১ম পোস্ট এলাকায় ১২৩ জন অসহায় দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। এর পাশাপাশি স্থানীয় ৩ জন অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

অপরদিকে, গত মঙ্গলবার উপজেলার লংগদু ইউনিয়নের বেংগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬৮ জন পাহাড়ি দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। এখানেও স্থানীয় ৩ জন অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়ার নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিব এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।

এ সময় উপকারভোগীরা বেংগীছড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সহায়তার প্রদানের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।