লংগদুতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৯ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় এসে মিলিত হয়। সকাল ১০টায় লংগদু উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক মো. আনিছের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।

এছাড়াও লংগদু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসেন আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল পাশা, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।