রাঙামাটির লংগদুতে ৩শ ৩৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ৪ বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বৃহত্তর মাইনীমূখ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জব্দ-জরিমানা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
জানা গেছে, সাপ্তাহিক হাটের দিন মাইনীমূখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন দোকানিরা। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাইনীমূখ বাজারে জাল বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় জাল বিক্রেতা মো. ফারুক মিয়া, রুহুল আমিন, মো. আব্দুল গনি ও রাহিম নামের চারজন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা আর্থিক জরিমনা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হলে অবৈধ কারেন্ট জালসহ সকল প্রকার বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্য বিভাগের মাধ্যমে ব্যবসায়ী, জেলে, মাছ বিক্রেতাসহ সকলকে সচেতন করতে নিয়মিত প্রচার প্রচারণা চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, এসআই আব্দুল জব্বার, মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ।
এর আগে, গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. রাহিমের দোকান থেকে বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছিল। এবারও অবৈধ জাল বিক্রির অপরাধে তাকে জরিমানা করা হয়। তবে এবার তিনি বেশকিছু জাল পাশের মুদি দোকানী আব্দুল গনির দোকানে লুকিয়ে রাখেন। অভিযানে আব্দুল গনির দোকান থেকে বস্তাভর্তি কারেন্ট জাল জব্দ করা হয় এবং তাকেও জরিমানা করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।