মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু উপজেলায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ৮ম ব্যাচের উদ্বোধনী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলা হর্টিকালচার সেন্টার হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী সামশুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বলেন, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ শেখার জন্যই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন। তাই সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিয়ে মাছ চাষ করতে হবে।
অনুষ্ঠানে প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ৩ জেলার ২৬ টি উপজেলায় মৎস্য অধিদপ্তর কাজ করছে। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি মাঠ পরিদর্শনের মাধ্যমে ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে পারবে যা অত্র অঞ্চলে মৎস্য উৎপাদনকে বেগবান করতে সহায়তা করবে।
প্রসঙ্গত, ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর উপজেলায় মাঠ পরিদর্শনের মাধ্যমে শেষ হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।