লংগদুতে ৪ অবৈধ করাতকলকে জরিমানা

রাঙামাটির লংগদুতে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ৪টি করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে করাতকল চারটিকে দশ হাজার টাকা হারে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের করাতকলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।

এ সময় মাইনীমূখের ইসলামাবাদ গ্রামের ইউসুফ আলী, কালুমাঝির টিলা গ্রামের আব্দুল হালিম, মো. সেলিম ও রফিকুল ইসলামের অবৈধ করাতকলে করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ (৩) ধারার অপরাধে এই জরিমনা করা হয়।

এ বিষয়ে বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছি করাতকলগুলো যাতে লাইসেন্সের আবেদন করে। কিন্তু বেশিরভাগ করাতকলের মালিক কোনো ধরণের অনুমতি ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছে। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করার পাশাপাশি করাতকল মালিকদের বৈধ অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেছি।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন, লংগদুতে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযানে চারটি করাতকলকে আর্থিক জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।