পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ৪নম্বর বগাচতর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭৩০ কৃষক পরিবারের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
পরিবার প্রতি এসব উপকরণের মধ্যে রয়েছে ধানবীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, কোদাল ১টি, ড্রাম ১টি, ১২ ধরণের সবজি বীজ ও সেচনী ১টি এবং যাতায়াত খরচ বাবদ নগদ ১শ টাকা প্রদান করা হয়।
বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার এডমিন এ্যাসিসটেন্ট ঝিনু ত্রিপুরা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য অঞ্চলের দরিদ্র কৃষকদের উন্নয়নে সরকারের পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এগিয়ে এসেছে। তাদের থেকে পাওয়া এসকল কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের ফলে আকস্মিক বন্যা, ঝড়, খড়ার ফলে পরিবেশ ও প্রকৃতির পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। দরিদ্র কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে জাতিসংঘের এই উদ্যোগ কৃষকদের কল্যাণ বয়ে আনবে।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার লংগদু উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অ্যাসিসটেন্ট লাথুইনু মারমা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম ও রওশন জাহান বিপাশা, ইউপি সদস্য আব্দুল করিম হাওলাদার, আবু তালেব, দেলোয়ার হোসেন সহ নারী ইউপি সদস্য আকলিমা বেগম প্রমূখ।
মন্তব্য নেওয়া বন্ধ।