লংগদুতে ৯ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

রাঙামা‌টির লংগদু‌তে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. রু‌বেল (৩২) নামে এক মোটরসাইকেলের চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নগদ ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ বছ‌রের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৫ জুলাই) রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হো‌সেন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামী রু‌বেল লংগদু উপ‌জেলার গাউসপুর মাস্টারপাড়ার বা‌সিন্দা মা‌নিক বেপারীর ছে‌লে। ভুক্তভোগী শিশু ওই এলাকায় তার মামার বাড়ি থাকতেন। তার মা ঢাকার পোশাক কারখানায় চাকরি করতেন আর বাবা চট্টগ্রা‌মের রিকশা চালাতেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ আগস্ট লংগদুর বগাচত্তর ইউনিয়‌নের গাউসপুর ফ‌রেস্ট অফিস এলাকায় মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গ‌লে নিয়ে ৯ বছরের ওই শিশুকে ধর্ষণ করেন মোটরসাইকেল চালক মো. রু‌বেল।

এই ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে লংগদু থানায় মামলা করেন। ২০১৬ সালের ৭ ডি‌সেম্বর আসামি রু‌বে‌লের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে বিচার শুরু হয়। আদালত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ, রাষ্ট্রপ‌ক্ষের উপস্থা‌পিত দা‌লি‌লিক স্বাক্ষ্য, ফ‌রেন‌সিক সাক্ষ্য শে‌ষে এ রায় প্রদান ক‌রেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, রা‌য়ে শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রু‌বেলকে যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।