সারাদেশে বিএনপি কর্তৃক নৈরাজ্য সৃষ্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাইট্টাপাড়া আওয়ামী যুবলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলতাফ মার্কেট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইট্টাপাড়া বাজারে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলী, সাবেক সভাপতি আব্দুল বারেক সরকার এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন করে যাচ্ছে। আমরা দেশের উন্নয়নকে গতিশীল করতে চাই, আর বিএনপি দেশকে ধংস করতে মেতে উঠেছে। বিএনপি মুখে শান্তিপূর্ণ কর্মসূচীর কথা বলে, রাজপথে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্ঠি করছে। তাদের জনগনের উপর আস্থা নাই। নালিশ করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আরও বলেন, তারা পদযাত্রার নামে সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ নেতা-কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার করছে। আর পদযাত্রার নামে লাঠিসোঠা নিয়ে সাধারণ জনগনকে ভয়ভীতি তৈরি করছে।
বাবুল দাশ বাবু বলেন, ইউরোপিয় ও আমেরিকার যে প্রতিনিধি দল বাংলাদেশ এসেছে, তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলেছেন। আমরাও সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তারা যাদেকে নালিশ করে ডেকে নিয়ে এসেছে তারাও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথাই বলেছে। তাদের কেউ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে নাই।
তিনি বলেন, এমনকি তত্ত্বাবধায়ক সরকারেরও কথা বলেনি। তিনি আরও বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। দেশের প্রত্যেক নাগরিককে সংবিধান মানতে হবে। আমাদেরও সাফ কথা, সংবিধানের বাহিরে আমরা এক চুলও যাবো না। এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারে অধীনেই নির্বাচন হবে। আপনারা মায়ের কোলে বসে সরকার হটানো চিন্তা দূর করেন।
সমাবেশ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মহিলা সম্পাদিকা আনোয়ারা বেগম, জেলা পরিষদ সদস্য আসমা বেগম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, উপজেলা যুবলীগের সভাপতি মো. চান মিয়া ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, কৃষক লীগের সভাপতি হারুন অর রশীদ, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, পেশাজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।