রাঙামাটির লংগদুতে ঝুঁকিপূর্ণ এবং সহজলভ্য মানুষের স্বাস্থ্য-সুস্থতার উন্নতিতে পুষ্টির জন্য মাল্টিসেক্টোরাল পন্থা অবলম্বনে এবং লিন প্রকল্পের তত্ত্বাবধায়নে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে জুম ফাউন্ডেশন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি আকিব ওসমান।
উপজেলা পুষ্টি কমিটির সমন্বয়কারী সঞ্চয় চাকমার সঞ্চালনায় সদস্য সচিবের বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. বেলাল আহমেদ বলেন, গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা, কিশোরী এবং ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি পরিসেবার উন্নত ব্যবস্থা গ্রহণ এবং তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বাস্তবায়ন করছে লিন প্রকল্পের জুম ফাউন্ডেশন।
এ সময় তিনি লংগদু উপজেলার পুষ্টি পরিস্থিতির সার্বিক চিত্র এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কিত বিষয় উপস্থাপন করেন।
লংগদু উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ সহকারী কর্মকর্তা ডা. সৌরভ সেন, শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান সহ লিন প্রকল্পের ফেসিলিটেটর নন্দন চাকমা ও শ্যামুয়েল চাকমা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ নিউট্রিশন ইন্টারন্যাশনাল, সেড, কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা লংগদু উপজেলায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কিত মতামত ব্যক্ত করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।