লাইক রেস্টুরেন্টে খেতে এসে হারানো গাড়ি ফিরে পেলেন প্রবাসী

চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকার লাইক রেস্টুরেন্টে পরিবারের সদস্যদের নিয়ে ডিনার করতে এসে নিজের শখের টয়োটা এক্স-করোলা প্রাইভেট কারটি ‘খোয়ান’ প্রবাসী মহিউদ্দিন। তার গাড়ির নম্বর ছিল ‘চট্ট মেট্রো খ-১১-১৯৭৫’। এ নিয়ে শুরু হয় তোলপাড়!

কিন্তু একে একে পার্কিং থেকে সব গাড়ির মালিক তাদের গাড়ি নিয়ে গেলেও টয়োটা এক্স করোলা আরেকটি প্রাইভেট কার পড়ে থাকে পার্কিংয়ে। গাড়ির মডেল, রঙ মহিউদ্দিনের খোয়ানো গাড়ির মতোই! তবে গাড়ির নম্বর-চট্ট মেট্রো গ-১১-৯৪০০।

পার্কিংয়ে থাকা প্রাইভেট কারের ভেতর মোবাইল নাম্বার দেখতে পায় পুলিশ। সেই নাম্বারে ফোন করলে অপর প্রান্তে রিসিভ করেন গাড়ির মালিক সাফায়েত হোসেন। সাফায়েত হোসেন পুলিশের ফোন পেয়ে ভোর রাতে যে গাড়ি নিয়ে বাসায় ফিরেছিলেন সেটি নিয়ে আসে কাজির দেউড়ি। তখন মহিউদ্দিন দেখেন সাফায়াতের নিয়ে আসা গাড়িটিই তার।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, রাতে সাফায়েত হোসেন ভুলে মহিউদ্দিনের গাড়িটি নিয়ে যান। মহিউদ্দিনের গাড়ি ফেরত দিয়ে পরে তিনি নিজের গাড়ি নিয়েছেন। উভয় পক্ষের কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। যার গাড়ি নিয়ে তিনি চলে গেছেন।

এক গাড়ির চাবিতে অন্য গাড়ি স্ট্যার্ট হয় কিনা জানতে চাইলে একই মডেলের আরেকটি গাড়ির মালিক আকবর চৌধুরী এমন পরিস্থিতে একবার নিজেও পড়েছেন বলে জানান চট্টগ্রাম খবরকে।

মন্তব্য নেওয়া বন্ধ।