লাইলাতুল বরাত উপলক্ষে চট্টগ্রামে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিশেষ সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আগ্রাবাদ হাজীপাড়া রহমানিয়া দরবারে আয়োজিত এ মাহফিলে বক্তারা ঈমান ও বরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও একুশে পদকপ্রাপ্ত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, শবে বরাতের গুরুত্ব কুরআন ও হাদিসের আলোকে সুস্পষ্ট। সুরা দোখানের শুরুতে আল্লাহ তাআলা হামীম নামে তার রহমতের কেন্দ্র নবী করিম (সা.)-কে স্মরণ করেছেন এবং এই রাতে বিশেষ আদেশ নাজিলের কথা উল্লেখ করেছেন। হাদিস শরীফেও এ রাতকে মাগফিরাত বা আল্লাহর ক্ষমার রাত হিসেবে বর্ণনা করা হয়েছে, যার শর্ত হলো ঈমান।

অনুষ্ঠানে বক্তারা দ্বীনের প্রকৃত ধারা অনুসরণের পাশাপাশি মিল্লাত ও মানবতার স্বাধীনতা পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন এবং শেষ পর্বে দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।