লাজফার্মায় ভেজাল—অনিয়ম, জেলা প্রশাসনের অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় অবস্থিত লাজ ফার্মায় নানা অনিয়ম ও ভেজালের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুন) সকালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

জেলা প্রশাসন থেকে জানানো হয়—মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের ওজন/পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজ/প্রমাণ দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধ প্রমাণিত হয়।

লাজ ফার্মা কর্তৃপক্ষের দোষ স্বীকারের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নগরবাসী ও শিশুদের নিরাপদ খাবার নিশ্চিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য নেওয়া বন্ধ।