লামায় প্রেমিক-প্রেমিকার বিষপান

বান্দরবানের লামায় দুই পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় একসাথে বিষপান করে আহত হয়েছেন দুই প্রেমিক-প্রেমিকা। আহত অবস্থায় প্রাথমিকভাবে তাদের লামা সরকারি হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ মে) লামার রুপসী পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এতে আহত প্রেমিকের নাম মো. রিফাত (১৭)। সে ৬ নম্বর রুপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজী পাড়া এলোকার ফারুক গাজীর ছেলে। অপরদিকে আহত প্রেমিকার নাম সানজিদা আক্তার (১৩)। সে একই ওয়ার্ডের টিয়ারঝিরি পাড়া এলাকার মো. সেলিমের সন্তান।

জানা গেছে, গতকাল তারা ঘর থেকে বের হয়ে গিয়েছিলো। পরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়ের ওপরে দুজন একসাথে বিষ পান করেন। পরে দুই পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সরজমিনে দেখা গেছে, বিষপানে দুই জনের অবস্থাই খারাপ। তাদের মধ্যে মেয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরমুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মেয়েটির পায়ে ইংরেজিতে লিখা ছিলো ‘আই লাভ ইউ জান’। দেখে মনে হচ্ছে রক্তে দিয়েই তা লিখা হয়েছে!

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, বিষয়টি আমি জেনেছি। ছেলে-মেয়ে দুইজনকে চিকিৎসা করা হচ্ছে। মেয়েটির অবস্থা বেশি আশঙ্কাজনক। এদিকে দুইজনই অপ্রাপ্তবয়স্ক। প্রেমের বিষয়টি এলাকার সবাই জানতো। তবে দুইজনের বয়স কম হওয়ায় কেউ মেনে নেয়নি।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।