বান্দরবানের লামায় আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা এবং সুশাসন, অভিযোগ প্রতিকার, সেবা প্রদান ও তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সংবাদকর্মী ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলয়নাতনে আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে লামা উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের সহায়তায় এ সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
এতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির। আঞ্চলিক তথ্য অফিসার মারুফা রহমান ঈবার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি তথ্য অফিসার লামা (সার্কেল) খন্দকার তৌহিদ।
এতে আরও উপস্থিত ছিলেন বিএডিসি লামার উপপরিচালক মো. মাহফুজুল হক, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মন্তব্য নেওয়া বন্ধ।