লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকলীগ নেতার মৃত্যু

বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইলিয়াস (৪২) নামে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের ফুঁটেরঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইলিয়াস ফুঁটেরঝিরির মো. আমির হোসেনের ছেলে। ইলিয়াস পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রহিম ও পরিবারের লোকজন জানান, বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন ইলিয়াস। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রে আরও জানা যায়, ইলিয়াস তার বাড়ির পাশে বাগান ও পুকুরে বন্য হাতির উপদ্রব থেকে রেহাই পেতে বৈদ্যুতিক ফাঁদ পাতার কাজ শুরু করেন। সেই ফাঁদের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিজেই মারা যায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান,পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে নিহতের মরদেহ রাতে ময়নাতদন্ত ছাড়ই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।