লায়ন্স জেলা ৩১৫- বি৪ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫- বি৪ বাংলাদেশের ডায়াবেটিসের অ্যাওয়ারনেস সাব কমিটির উদ্যোগে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে জনসাধারণের মধ্যে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এক আলোচনা সভা, ডায়াবেটিস পরীক্ষা ও ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা প্রকাশনা বই বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) উক্ত অনুষ্ঠানে ৫০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং রোগীর নাম সম্বলিত একটি ডাটাবেইজ তৈরি করা হয়। পরবর্তীতে উক্ত রোগীদের ডাটাবেইজ এর ভিক্তিতে টেলিমেডিসিন এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ডায়াবেটিস অ্যাওয়ারনেস সাব কমিটির চেয়ারম্যান লায়ন ডাঃ নওশাদ আহমেদ খানের সভাপতিত্তে এবং মেম্বার সেক্রেটারি লায়ন মোর্শেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫- বি৪ জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।

আরো উপস্থিত ছিলেন জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহাংগীর মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, গভর্নর অ্যাডভাইজাদের মধ্যে লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন রোকেয়া হক, লায়ন মনোয়ারা বেগম। রিজিয়ন চেয়ারপারসনের মধ্যে লায়ন আমেনা সুলতানা ডলি, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন ববি বডুয়া, লায়ন সাব্বির আহমেদ চৌধুরী। জোন চেয়ারপারসনদের মধ্যে সায়মা সুলতানা, লায়ন আশিকুল আলম আশিক, লায়ন আরশাদুর রহমান।
লায়ন্স জেলা ৩১৫- বি৪ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত 1

এছাড়াও লায়ন হাবিবুর রহমান, লায়ন নাজমা হোসাইন, লায়ন শাহজাহান, লায়ন হুমায়রা ইসলাম, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও আতিক শাহরিয়ার সাদিফ, ভাইস প্রেসিডেন্ট ইসমাইল বিন আজিজ আলভী সহ অন্যান্য লিওবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।