লন্ডনে চলছিল আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ‘লা ফিনালিসিমা’ ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত মধ্যরাতে সেই ম্যাচকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর লালখানবাজারে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা ও ইতালির সমর্থকরা।
চট্টগ্রাম নগরীর লালখানবাজারের তুলাপুকুর পাড় এলাকায় এ সংঘর্ষ হয়। পরে খুলশী থানা পুলিশে উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুই দলের সমর্থকদের সঙ্গে যোগ দেন এলাকার নারীরাও। তাদের অনেকে রড ও বটি নিয়ে মারামারিতে যোগ দেন।
ঘটনাস্থলে উপস্থিত ১৪, ১৫, ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা বলেন, ‘আর্জেন্টিনা-ইতালি ফুটবল খেলার দর্শকদের মধ্যে শুরুতে হাতাহাতি হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন।’
তিনি আরও জানান, ‘ছোট ছেলেদের মারামারিতে এলাকার নারীরাও যোগ দিয়েছেন। তারা রড, বটি নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন।’
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানায়, আর্জেন্টিনা-ইতালির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তবে এই ঘটনার পেছনে অন্য কারণ থাকতে পারে, এমনটি মনে করছেন কাউন্সিলর আনজুমান আরা। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তুলাপুকুর পাড় ও টাংকির পাহাড়ে ছোটখাটো মারামারির ঘটনা ঘটছিল। এর জের ধরেই মূলত আজকের এই মারামারি।
মন্তব্য নেওয়া বন্ধ।