লায়ন্স ক্লাবের ২৫ তম বার্ষিক কনভেনশনের কর্মসূচি ঘোষণা

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ২৫তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (১৮ মে) সিনিয়রস ক্লাবে জেলা ৩১৫-বি৪ এর সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪টায় নগরের জিইসি কনভেনশন সেন্টার থেকে শোভাযাত্রা বের হবে ও জাকির হোসেন সড়কের লায়ন্স কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। মূল অনুষ্ঠান আগামী ২০-২২ মে টাইগারপাসের নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫- বি৪ এর গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, ১৯১৭ সালে আমেরিকার শিকাগো শহরে মেলভিন জোন্সের উদ্যোগে অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। ১৪ লাখের বেশি লায়ন বিশ্বের কোথাও না কোথাও মানবকল্যাণে কাজ করছেন। ১৯৫৮ সালে লায়ন্স ক্লাব চিটাগাংয়ের মাধ্যমে দেশে লায়নিজমের সূচনা হয় বলে জানান তিনি।

জেলা ৩১৫-বি৪ এর মাধ্যমে ৮৪টি ক্লাবের প্রায় আড়াই হাজার লায়ন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। পাশাপাশি এক হাজার লিও সদস্য ৪৩টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করছেন। এ জেলার আওতায় রয়েছে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার, সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস কনফারেন্স কমিটির আহ্বায়ক লায়ন মো. শাহেদুল ইসলাম। বক্তব্য দেন কমিটির সদস্যসচিব, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, ট্রেজারার নিশাত ইমরান। উপস্থিত ছিলেন আইপিডিজি ডা. সুকান্ত ভট্টাচার্য, প্রথম ভিডিজি শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, দ্বিতীয় ভিডিজি এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কনভেনশন চেয়ারম্যান অশেষ কুমার উকিল, সেক্রেটারি ইমতিয়াজুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিঞা প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।