বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ ‘অর্থকণ্ঠ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০২২’-এ ভূষিত হয়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি (রোববার) ২৫ ডিসেম্বর ঢাকার দ্যা ওয়েস্টিন হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে লায়ন এম কে বাশারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
অর্থকণ্ঠের পত্রিকার চিফ এডিটর রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন। অনুষ্ঠানে অর্থকণ্ঠের বিশেষ সংখ্যা ‘GLOBAL BANGLADESHI BUSINESS ICONS’ এর মোড়ক উন্মোচন করা
দেশের বহুল প্রচারিত সাপ্তাহিক অর্থকণ্ঠের ২৩ বছর পূর্তিতে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় লায়ন এম কে বাশারকে এই সম্মননা জানানো হয়।
অ্যাওয়ার্ড গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় লায়ন এম কে বাশার পিএমজেএফ বলেন, কাজের স্বীকৃতি মানুষকে ভালো কাজে উৎসাহ প্রদান করে। বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ দেশের কল্যাণে কাজ করছে। আগামীতেও শিক্ষার প্রসারে আরো ব্যাপকভাবে কাজ করবে বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ।