লোকালয়ে বন্যহাতির পাল! আতঙ্কে স্থানীয়রা

রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ার লোকালয়ে একদল বন্যহাতি ঢুকে পড়েছে। হাতির আক্রমণের ভয়ে চরম আতঙ্কে রয়েছে গ্রামের পাহাড়ি সাধারণ মানুষ। সোমবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে জীবতলীর স্থানীয় প্রাইমারি স্কুল সংলগ্ন নৌ ঘাট দিয়ে লোকালয়ে ঢুকে পড়ে বন্যহাতির পালটি।

সকাল থেকে স্থানীয় এলাকাবাসী বিদ্যালয় পারাপারে একমাত্র মাধ্যম নৌকা ব্যবহার করে। সেখানে অবস্থানরত বন্যহাতির পালকে লোকালয় থেকে তাড়ানোর চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘বেশ কিছু দিন ধরে এই বন্য হাতির দলটি গ্রামের আশে পাশে ঘুরে ফিরে রয়েছে। গত মধ্যরাতে হাতির পাল লোকালয়ে ঢুকেছে। গ্রামবাসী কাপ্তাই বনবিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। এ অবস্থায় চরম আতঙ্কে রয়েছেন তারা।’

এলাকাবাসী প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করে জানান, ‘গ্রামের আশে পাশে ফসলসহ বাগানের ও মানুষের কোন ক্ষতি করতে না পারে সে ব্যাপারে বনবিভাগের সহযোগিতা চেয়েছেন তারা।’

মন্তব্য নেওয়া বন্ধ।