লোহাগাড়ায় অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজসহ মো. রিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে উপজেলার আধুনগর গর্জনিয়া পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার এবং অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। রিপন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি এক ছাত্রীকে রিপনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও দুইজন অপহরণ করে রিপনের বসতঘরে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ ও মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তার রিপন অপহরণ ও ধর্ষণ মামলার আসামি। তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।