লোহাগাড়ায় আইনজীবী সাইফুলের দাফন সম্পন্ন

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) আছরের নামাজের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা লতাপীর মাজার সংলগ্ন মসজিদ মাঠে চতুর্থ দফা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুতসময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

একইদিন সন্ধ্যায় সাইফুলের কবর জেয়ারত করেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। পরে তারা সাইফুলের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় দাশের জামিন নামঞ্জুরের ঘটনায় সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।