লোহাগাড়ায় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ জুন) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া বনবিভাগের সামনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম কাথারিয়ার নুরুল আলমের ছেলে আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৫২), কক্সবাজারের চকরিয়ার ফুলতলা গ্রামের মৃত জেবল হোসেনের ছেলে ছাদেকুর রহমান (৩১), বাজারপাড়া গ্রামের মো. মাসুকের ছেলে মো. কামাল (৩৫) এবং পূর্ব বড় ভেওলা সিকদারপাড়ার মৃত আলমগীরের ছেলে কেফায়েত হোসেন (২৪)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ খবর পায় ১০-১২ সদস্যদের ডাকাত দল পটিয়া থেকে ডাকাতি করে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চুনতিতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হলে তাৎক্ষণিক চার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও নগদ টাকাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি এবং লোহাগাড়া থানায় অস্ত্রআইনে মামলা করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।