লোহাগাড়ায় দুই প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধিলঙ্ঘন করায় দুই প্রার্থীর প্রতিনিধিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ জুন) রাতে বটতলী স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান এবং চুনতি পানত্রিশা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লায়েল এ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান জানান, আচরণবিধিলঙ্ঘন করায় বটতলী স্টেশনে কলসী প্রতীকের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ৫০ হাজার টাকা এবং পানত্রিশা এলাকায় কর্তৃপক্ষের অনুমতিব্যতিত সভা ও রাত ৮টার পর মাইকিং করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।