লোহাগাড়ায় নতুন ইউএনওর যোগদান

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. ইনামুল হাসান। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

একইদিন সকালে তাকে বরণ ও সদ্য সাবেক ইউএনও শরীফ উল্যাহকে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

প্রসঙ্গত, নবাগত ইউএনও ইনামুল হাসান ৩৫তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা। তার নিজ জেলা ফেনী। তিনি এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নগরের কাট্টলি সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।