চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আদনান নুর আরাফ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসরা জান্নাত (৫) নামে অপর এক শিশুও পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের উজিরভিটা গোল মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফ ওই এলাকার প্রবাসী আবছার উদ্দিনের ছেলে। অপরজন কলাউজান হিন্দুর হাট এলাকার আবুল কাশেমের মেয়ে।
স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আরাফ ও তার বাড়িতে বেড়াতে আসা ফুফাতো বোন আসরা জান্নাত (৫) বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিলো। একপর্যায়ে তারা দুজনেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের পানিতে ভাসতে দেখেন স্বজনেরা। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আরাফকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এবং আসরা জান্নাতকে উপজেলার অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, উজিরভিটা গোল মোহাম্মদ পাড়ায় দুই শিশু পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে আরাফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর এক শিশু অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়
মন্তব্য নেওয়া বন্ধ।