লোহাগাড়ায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আবু তাওসিফ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদ ঘোনা পাড়ায় এ ঘটনা ঘটে।

তাওসিফ উপজেলার পদুয়া ৫ নম্বর ওয়ার্ডের তেওয়ারীখিল এলাকার ব্যবসায়ী মো. হেলাল উদ্দিনের ছেলে। সে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীর চাচা পদুয়ার ইউপি সদস্য কাউছার উদ্দিন জানান, তাওসিফ কয়েকদিন আগে ওই এলাকায় খালার বাড়িতে বেড়াতে যান। ঘটনারদিন বিকেলে ফুটবল খেলা শেষে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামেন সে। গোসল সেরে সবাই পুকুর থেকে উঠে গেলেও তাওসিফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ডুবুরির সহযোগিতায় দীর্ঘক্ষণ পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

এদিকে তাওসিফের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।