লোহাগাড়ায় প্রতীক পেয়ে প্রচারণায় প্রার্থীরা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল থেকে পুরোদমে প্রচারণায় নামেন প্রার্থীরা। এর আগের দিন সোমবার দুপুরে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জানা যায়, এবার এ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৩জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২জন এবং ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী পেয়েছেন আনারস প্রতীক, যথাক্রমে চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া) ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ সৈয়দ (মোটরসাইকেল)।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শাহীন আক্তার (ফুটবল) ও জেসমিন আকতার (কলস)। ভাইস-চেয়ারম্যান পদে মো. জামিল উদ্দীন (টিউবওয়েল), মোহাম্মদ সরওয়ার মামুন (চশমা) ও ফরহাদুল ইসলাম (তালা)।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। আগের দিন সোমবার দুপুর থেকে শুরু হয়েছে নির্বাচনী মাইকিং। প্রচারণায় প্রার্থীরা ভোটারদের মন জয়ে নানান কৌশল অবলম্বন করছেন। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এদিন চরম্বায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী খোরশেদ আলম চৌধুরী, চুনতিতে ঘোড়া প্রতীকের সিরাজুল ইসলাম চৌধুরী ও আমিরাবাদে মোটরসাইকেল প্রতীকের সৈয়দ আবদুল মাবুদ প্রচারণা চালিয়েছেন। এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরাও সমানতালে বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন

মন্তব্য নেওয়া বন্ধ।