লোহাগাড়ায় ফসলি জমির টপ সয়েল কাটায় ৫ জনকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধে ৫ জনকে ২ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ লোহাগাড়ার কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও মাটি বহন করা ৩টি এস্কেভেটর ও ৩টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার বিষয়ে স্থানীয়দের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।। অভিযানে কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় টপসয়েল কাটার অপরাধে নাজিম উদ্দিনকে দেড় লাখ টাকা এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফরিদুল আলমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অপরদিকে বড়হাতিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামাল হোসেনকে ৫০ হাজার টাকা এবং দুজন ডাম্প ট্রাক চালককে ৮ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।