লোহাগাড়ায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, জরিমানা

ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় ২ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফার্মেসি ২টি হলো—আধুনগর খাঁনহাট বাজারস্থ অনুপম ফার্মেসি ও সৌদিয়া ফার্মেসি।

বুধবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ উল্যাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ইউএনও শরিফ উল্যাহ বলেন, অভিযানে ফার্মেসি ২টিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এ অপরাধে তাদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে পরবর্তী সময়ের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।