চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মী সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন ১-৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুইসপার্ক কমিউনিটি সেন্টারে উক্ত সমাবেশের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আসহাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলের সকল স্তরের নেতা–কর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি ঐক্যের রাজনীতি করতে চাই।বিএনপিতে কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান নেই।
অনুষ্ঠানে পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু তাহের। চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. জসিম উদ্দিন, ভার্জিনিয়া বিএনপির সহ-সভাপতি খালেদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবু, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ রহিম, চুনতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাফেজ আহমেদ ডিয়ার, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাব উদ্দিন, সদস্য সচিব আলাউদ্দিন বাচ্চু, চরম্বা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্বাছ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রিফাত উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি সদস্য এহসান আব্দুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম, আহবায়ক কমিটি সিনিয়র সদস্য ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, সদস্য দিদারুল আলম, যুবদল নেতা জহিরুল ইসলাম, পদুয়া ইউনিয়ন যুবদলের প্রধান সমন্বয়ক শহিদুল্লাহ মোহাম্মদ সাগর, সহ-সমন্বয়ক দেলোয়ার হোসেন,লোহাগাড়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক গিয়াসউদ্দিন, পুটিবিলা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ শওকত হোসেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শাকিল মোহাম্মদ নয়ন, ছাত্রদল নেতা সাইমুল ইসলাম সিয়াম, ছাত্রদল নেতা আরমানসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।