চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে অজয় দাশ (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ডিস লাইনের শ্রমিক ছিলেন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পদুয়া ইউনিয়নের স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা।
অজয় দাশ উপজেলার একই ইউনিয়নোর হিন্দুপাড়া এলাকার মেঘ নাথের ছেলে।
স্থানীয়রা জানান, পদুয়া স্কুল রোড এলাকায় ডিসলাইনে কাজ করছিলেন অজয় দাশ। হঠাৎ সাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোহেল জানান, বুধবার দুপুর ১২টার দিকে আজয়কে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি সে বেঁচে নেই।
মন্তব্য নেওয়া বন্ধ।