চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক সংগঠন ভিশন চুনতি। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার চুনতি মুন্সেফ বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনটি তিনদিনে প্রায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি চারা বিতরণ করবেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও চুনতি জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুল হক নিজামী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিশন চুনতির অন্যতম সদস্য, কর আইনজীবী কুতুব উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য গালিব আল মোহতাদি, রিয়াজ, সায়েব, হামেদ, তামিম এহসান, যাওয়াদ, সাবিত, শাহেদুল হক সাইদি, তাসফিকসহ বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ।
মন্তব্য নেওয়া বন্ধ।