চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাইল্ল্যা এলাকায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২০ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রনি (২৩) উপজেলার চুনতি রহমানিয়া পাড়ার মৃত সালেহ আহমদের ছেলে। তবে এ ঘটনায় আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনারদিন রাত ৮টার দিকে উল্লিখিত এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী একটি এসি বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রনির মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুইযাত্রী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বর্তমানে বাসটি জব্দ করা হয়েছে এবং চালক-সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।