চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বটতলী মোটর স্টেশনস্থ প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সহ-সভাপতি অধ্যাপক পুস্পেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন মিজবাহ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আতাউর রহমান মাসুদ, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম রিফাত, এম আহমদ মনির, মাস্টার সিরাজুল ইসলাম, ডা. মোহাম্মদ কামাল উদ্দিন।
সভায় প্রেস ক্লাবকে আরও গতিশীল করতে নানা সিদ্ধান্ত নেয়া হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।